ইউক্রেনকে আরও যুদ্ধাস্ত্র দিল জার্মানি
কয়েক মাস আগে ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি। জার্মান সরকার জানিয়েছিল, অন্তত দুটি হলেও এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে। স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) সেটি ইউক্রেনের হাতে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
ইউক্রেন এ দফায় পেয়েছে আরও কয়েকটি মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। এটি রাশিয়ার আকাশ হামলা মোকাবেলা করবে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, গত রাতেও রাশিয়ার ড্রোন আক্রমণ চালিয়েছে। এতে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
জার্মানির পাঠানো প্যাট্রিয়ট সিস্টেমগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। নতুন যুদ্ধাস্ত্র পেয়ে জেলেনস্কি জার্মানি এবং দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে ধন্যবাদ জানিয়েছেন। তবে জার্মানি ঠিক কতটি সিস্টেম পাঠিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।
জেলেনস্কি রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেছেন, ‘আরও প্যাট্রিয়ট সিস্টেম এখন ইউক্রেনে এসেছে। সেগুলোর ব্যবহারও শুরু হয়েছে। অবশ্যই, আমাদের মূল অবকাঠামো এবং দেশের সব শহরকে সুরক্ষিত রাখতে আরও সিস্টেমের প্রয়োজন।’
জেলেনস্কি পশ্চিমা অংশীদারদের আরও বেশি সিস্টেম দেওয়ার জন্য অনুরোধ করেছেন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, অন্যান্য যেকোনও দেশের তুলনায় জার্মানি তাদের নিজস্ব সেনাবাহিনী থেকে সবচেয়ে বেশি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনে দিয়েছে।
তবে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন ইউক্রেনে কোনো অস্ত্র দিচ্ছে না বলে বিশ্ব মিডিয়ার খবর। বিপরীতে আগের বাইডেন প্রশাসন দিচ্ছিল। সেই সুযোগে ইউক্রেনে ভয়াবহ সব হামলা চালাচ্ছে রাশিয়া।

